ইউনিফর্ম
নির্ধারিত ইউনিফর্ম ছাড়া কোন ছাত্র-ছাত্রী স্কুলে প্রবেশ করতে পারবে না। স্কুল ইউনিফর্ম (জামা, টাই, পরিচয়পত্র, জুতা- মোজা) ছাড়া কোন ছাত্র-ছাত্রীকে ক্লাসে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে না।
স্কুলের ইউনিফর্মের বর্ণনা
ছেলেদের ইউনিফর্ম: লাইট বিস্কুট কালার শার্ট, বটল গ্রিণ প্যান্ট, ¯স্কুল মনোগ্রাম সহ বটল গ্রিণ টাই, কালো বাটা স্কুল জুতা, সাদা মোজা, পরিচয় পত্র।
মেয়েদের ইউনিফর্ম: প্লে থেকে ৪র্থ শ্রেণি পর্যন্ত-লাইট বিস্কুট কালার শার্ট, বটল গ্রিণ লং স্কার্ট এবং ৫ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত লাইট বিস্কুট কালার ফ্রক (শার্ট কলার) ক্রস ওড়না, কোমর বেল্ট (ওড়না এবং বেল্ট বটল গ্রিন) বটল গ্রিন সালোয়ার, সাদা মোজা এবং কালো বাটা জুতা, পরিচয় পত্র। শীতকালের জন্য ছেলে এবং মেয়ে সবাইকে বটল গ্রিন (V গলা) সোয়েটার এবং প্লে- ৪র্থ শ্রেণি পর্যন্ত স্কুল মনোগ্রাম সহ বটল গ্রিন টাইস/সালোয়ার পরতে পারবে।
কোথায় ইউনিফর্ম তৈরি করবেন
১. অ্যাপেক্স টেইলার্স মুক্তিযোদ্ধা মার্কেট, ৩য় তলা, ফোন: ০১৮১৯১৯৯৫০৫ (বিপ্লব)।
২.মাহাবুব আল (লিটন) পপুলার টেইলার্স - বি/১৮৪, স্বাধীন বাংলা সুপার মার্কেট, ৪র্থ গলি, মিরপুর-১ ঢাকা- ১২১৬, (সনি সিনেমা হলের দক্ষিণ পাশে সিটি মহল রেষ্টুরেন্ট এর পাশের গলি) ফোন: ০১৭১১২৮৩৫২৬।