ড্যাপস্ এর পরিচয় এর শিক্ষা ব্যবস্থায়। তাই কোমল মতি শিক্ষার্থীদের তালন্ত ও জ্ঞান আরো যেন বৃদ্ধি পেতে পারে সেই লক্ষ্যে ড্যাপস্ কর্তৃপক্ষ সর্বদা আগ্রহী । তাই শ্রেণি কক্ষে শিক্ষা উপকরণ ব্যাবহারের দিক থেকেও ড্যাপস্ স্বতন্ত্র। এখানে প্রি-প্রাইমারী শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের প্রয়োজনীয় আসবাবপত্র প্রচুর পরিমানে রয়েছে। মানের দিক থেকে এগুলো উন্নত এবং ছাত্র-ছাত্রীদের উপযোগী। এছাড়া শ্রেণিকক্ষে স্মার্ট টিভি, শিক্ষা চার্ট, ছাবি, পোষ্টার, মাল্টিমিডিয়া প্রযুক্তি দিয়ে সু-সজ্জিত। মানুষ যেমন পরিবেশের উপর নির্ভরশীল তেমনি সুন্দর শ্রেণিকক্ষ না হলে সুন্দর ভাবে শিক্ষা লাভ করা যায় না। অপর প্রান্তে প্লে থেকে ১০ম শ্রেণির ক্লাশরুম গুলো শীতাতপ নিয়ন্ত্রিত মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ। তাই ড্যাপস সুষম শিক্ষায় বিশ্বাস করে।