জীবনে কে না সুস্থ্য জীবন চায়? পৃথিবীর সবাই সুস্থ্য ও সুখী জীবনের অধিকারী হতে চায়। শিশুর শারীরিক, মানসিক, সামাজিক, নৈতিক ও আধ্যাত্মিক বিকাশই আমাদের শিক্ষা ব্যবস্থার মূল মন্ত্র। সর্বোত্তম শেখার জন্য ভাল মানসিক এবং শারীরিক স্বাস্থ্য প্রয়োজন। ছাত্র/ছাত্রী ব্যক্তিগত মূল্যায়ন বৃদ্ধির জন্য আমরা প্লে থেকে দশম শ্রেনীর শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যের যত্ন পরিচালনা করি। ঢাকা অ্যাড্ভেন্টিস্ট প্রি-সেমিনারী এন্ড স্কুলে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য নার্সদের প্রশিক্ষণ দিয়ে থাকে। জরুরি অবস্থায় প্রাথমিক সহায়তা সেবাটি প্রতিনেয়ত স্কুল প্রদান করে থাকে। বিষেশ প্রয়োজনে তাদের পিতামাতাকে অবহিত করে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয় । শিশুকে সঠিক ও সুশিক্ষিত এককজন মানুষ ও সুনাগরিক হিসাবে গড়ে তুলতে হলে এই প্রতিটি বিষয়ে যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ড্যাপস্ স্কুল কর্তৃপক্ষ নিয়মিত পড়াশোনার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। যেন শিশুরা সুস্বাস্থে গড়ে উঠতে পারে। প্রতি বছর ড্যাপস্ স্কুল বিশেষজ্ঞগণ দ্বারা বিনামূল্যেই চিকিৎসা প্রদান করে থাকেন। যেমন- দাঁত, চোখ, হাড় ও মহিলা বিশেষজ্ঞগণদের দ্বারা নানান পরামর্শ ও চিকিৎসা সেবা প্রাদান করে থাকে। তাছাড়া, বিনামূল্যে সকলের জন্য ওজন ও উচ্চতা মাপা, ব্লাড প্রেসার, ডায়াবেটিস, ও ব্লাড গ্রুপ মাপার ব্যবস্থা করে থাকে। তাছাড়া ব্যায়াম, পানি পান করা, বিশ্রাম নেওয়া, নেশামুক্ত জীবন, পুষ্টিকর জীবন সমন্ধে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া প্রতিবছর ড্যাপস্ স্বাস্থ্য মেলার আয়োজন করে থাকে যার মূল বিষয় “স্বাস্থ্যই সকল সুখের মূল”।