খেলাধুলা মানুষের দৈনদিন জবিনের একটি অংশ। তাই প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের খেলাধুলার জন্য প্রয়োজন একটি খেলার মাঠ। ড্যাপস্ স্কুলের একটি সুপরিসর খেলার মাঠ আছে। যেখানে শিক্ষার্থীরা স্কুলের পড়াশুনার পাশাপাশি নানা রকম খেলাধুলা করে আনন্দ পায় এবং পড়াশুনার গ্লানি দুর করে। এই মাঠে প্রতিদিন শিক্ষার্থীরা সমবেত হয়ে পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত করে থাকে। বিশেষ বিশেষ সময়ে বৈশাখী মেলা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন, বিজয় দিবস, সমাপনী অনুষ্ঠান, বিজ্ঞান মেলা এবং বাষির্ক ক্রিড়া প্রতিযোগীতা অনুষ্ঠান হয়ে থাকে। এই খেলার মাঠ একটি শিক্ষার্থীদের জন্য বড় আর্শিবাদ। কারণ খেলাধুলা মাধ্যমে শিশুদের শারিরিক ও মানষকি বৃদ্ধি ঘটে । আমরা খেলাধুলা করার জন্য আমাদরে ছাত্র/ছাত্রীদরে অনুপ্রাণতি কর। ঢাকা অ্যাডভেন্টিস্ট প্রি-সেমিনারী এন্ড স্কুলে খেলাধুলা অভজ্ঞি এবং যোগ্যতাসম্পন্ন শিক্ষক আছে। যারা তাদরে খলোধুলার জন্য উৎসাহতি কর। আমরা বিশ্বাস করি খেলাধুলার মাধ্যমে শিশুদের মনপ্রফুল্ল থাকে ও শিশুরা তাদের জীবনকে উন্নতি করতে পারে। ছোট ছাত্র-ছাত্রীদরে পড়ালখোর পাশাপাশি অবসর সময়ে আনন্দ দবোর জন্য ড্যাপস্ এর একটি মনোরম র্পাক আছ,যা শিশু র্পাক নামে পরচিতি।