Welcome to DAPS
daps-school-logo

Dhaka Adventist Pre-Seminary and School
School Code (Board): 1396 || EIIN: 134794

বাংলা ও ইংরেজি ভার্সন ক্লাসের সময়সূচী:
বাংলা ও ইংরেজি ভার্সন ক্লাসের সময়সূচী:

                                                        বাংলা ভার্সন

প্রি - প্লে                                                                            : সকাল: ০৯:০০- ১১:০০

                                                                                        : বিকাল: ০২: ৩০- ০৪ :৩০

প্লে, নার্সারী, কিন্ডারগার্টেন                                          : ১ম শিফ্ট ৮:০০-১০: ১৫

প্লে, নার্সারী, কিন্ডারগার্টেন                                          : ২য় শিফ্ট ১০: ৪৫-০১:০০

১ম শ্রেণি                                                                        : ৮:০০-১১:২০

২য় শ্রেণি                                                                        : ৮:০০-১১:৫০  

৩য় - ৫ম শ্রেণি                                                               : ৮:০০- ১২:৩০

৬ষ্ঠ থেকে ১০ শ্রেণি                                                      : ৮:০০-০১:০৫ 

 

                                                         ইংরেজি ভার্সন

প্লে, নার্সারী, কিন্ডারগার্টেন                               : ১ম শিফ্ট ৮:০০-১০: ১৫

প্লে, নার্সারী, কিন্ডারগার্টেন                               : ২য় শিফ্ট ১০: ৪৫-০১:০০

 

                                                বিকাল শিফ্ট

প্লে, নার্সারী, কিন্ডারগার্টেন                               : বিকাল: ১: ৩০-৩০:৪৫

১ম শ্রেণি - ৫ম শ্রেণি                                       : বিকাল  ০১:৩০ - ৫:০০

৬ষ্ঠ শ্রেণি - ৭ম শ্রেণি                                      : বিকাল  ১২:৫৫ - ৫:০০

 

প্রতিদিন উপর্যুক্ত সময়সূচী অনুযায়ী ক্লাস পরিচালিত হবে। তবে কোন পরিবর্তন করা হলে তা নোটিশের মাধ্যমে অভিভাবকদের যথা সময়ে জানিয়ে দেওয়া হবে। স্কুল চলাকালিন সময়ে কোন ছাত্র/ছাত্রী সকাল ৭:৩০ মিনিটের পূর্বে এবং ১: ৩০ টার পরে স্বুল প্রাঙ্গনে থাকতে পারবে না। ১ম-১০ম শ্রেণী এবং প্লে, নার্সারী ও কেজি ক্লাসের ১ম শিফ্ট (মর্নিং) লিলি, এর জন্য সকাল ৮: ১০ মিনিটে স্কুল গেইট বন্ধ করে দেয়া হবে। প্লে, নার্সারী, কেজি এর ২য় শিফ্ট  (ডে) রোজ এর জন্য সকাল ১১:০৫ মিনিটে স্কুল গেইট বন্ধ করে দেয়া হবে। নির্ধারিত সময়ের পর আর কোন ছাত্র ছাত্রীকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না। ক্লাস ছুটি হওয়ার পরে স্কুল পার্ক ব্যবহার করা যাবে না। যদি কোন ছাত্র/ছাত্রী অভিভাবকের দেরীর কারণে স্কুল পার্কে ছুটাছুটি করে এবং কোন দুর্ঘটনার শিকার হয় সে জন্য স্কুল কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

 

অফিসের সময়সূচী:

রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৮:০০-১: ০৫, বিকাল ৩:০০-৫:০০ পর্যন্ত। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি, এছাড়া সকল সরকারি ছুটির দিনগুলো স্কুলের সমস্ত কার্যক্রম বন্ধ থাকে। তবে স্কুল ক্যালেন্ডার অনুযায়ী অফিস খোলা থাকে।

 

শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে দেখা করার সময়সূচী:

ক্লাস চলাকালীন সময়ে কোন অভিভাবক-অভিভাবিকা কোন শিক্ষক/শিক্ষিকার সঙ্গে সাক্ষাৎ আলোচনা করতে পারবেন না। তবে বিশেষ প্রয়োজনে প্রিন্সিপালের অনুমতিক্রমে দেখা করার সুযোগ দেওয়া যেতে পারে। শিক্ষক-ছাত্র/ছাত্রী-অভিভাবক এই তিন জনের সম্পর্ক একই সুতায় বাঁধা। এই তিন জনই পারে আমাদের সমাজের জন্য একটা বিজয়ী দল গঠন করতে। ছাত্র-ছাত্রী ও শিক্ষক/শিক্ষিকাদের সঙ্গে দেখা হয়, কথা হয় সপ্তাহের পাঁচ দিনই। কিন্তু তাই বলে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে অভিভাবকদের দেখা হওয়া বাদ পরবে কেন? তাই ড্যাপ্স প্রশাসন সুযোগ দিয়েছেন সপ্তাহের প্রতি বুধবার বিকেল ৩:৩০ থেকে ৪:৩০ পর্যন্ত। সকল অভিভাবক সময় করে ঐ সময় আসবেন ও আপনাদের সন্তান সম্পর্কে তার নিজ নিজ শিক্ষক/শিক্ষিকার কাছ থেকে ভালো মন্দ জেনে নিবেন। দয়া করে শত ব্যস্ততার মাঝেও শিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করার অভ্যাসটি গড়ে তুলুন এবং সন্তানদের পড়াশুনার অবস্থান জেনে নিন।