Welcome to DAPS
daps-school-logo

Dhaka Adventist Pre-Seminary and School
School Code (Board): 1396 || EIIN: 134794

mujib-borsho
ড্যাপস্ স্কুলের লক্ষ্য ও উদ্দেশ্য :
ড্যাপস্ স্কুলের লক্ষ্য ও উদ্দেশ্য :

ঢাকা অ্যাডভেন্টিস্ট প্রি-সেমিনারি এন্ড স্কুলটি নৈতিক মূল্যবোধ, জ্ঞান, বিজ্ঞতা এবং জীবনের প্রকৃত অর্থ অর্জনের উপযোগী পরিবেশ তৈরি করতে দৃঢ় প্রতিজ্ঞ যেন শিক্ষার্থীরা কিছু শিখতে পারে যেমন : -

১। নীতিশাস্ত্র- অর্জন ও বোঝার শক্তি লাভ করবে।

২। সামাজিক জীবনে চলার দক্ষতা অর্জন করবে।

৩। শারীরিক কর্মশক্তির উপায় লাভ করবে।

৪। মানসিক কাজের শক্তি লাভ করবে।

৫। সহনশীলতা বৃদ্ধি এবং অন্যদের সম্মান প্রদর্শনে সচেতন হবে।

৬। নম্রতা ও ভদ্রতার জ্ঞান শিক্ষা লাভ করবে।

৭। শৃঙ্খলা এবং নেতৃত্বদান শিক্ষা লাভ করবে।

৮। দেশের প্রতি ভালোবাসা এবং সমাজের প্রতি কর্তব্যবোধ শিক্ষা লাভ করা শিখবে।

৯। সৃজনশীল এবং গঠনমূলকভাবে চিন্তা এবং কথা বলা শিখবে।

১০। সমাজ গঠনে টেকসই শিক্ষায় নিজেকে গড়ে তুলবে যেন ভবিষ্যৎ জীবনে দেশ গড়ার কাজে অংশ নিতে পারে।

ঢাকা অ্যাডভেন্টিস্ট প্রি-সেমিনারি এন্ড স্কুল “সুষম শিক্ষায়” বিশ্বাস করে, যে শিক্ষা ব্যক্তি জীবনকে করবে স্বাবলম্বী এবং পৃথিবীকে সমৃদ্ধ ও সুন্দর করে গড়ে তুলতে সাহায্য করবে। এই সুষম শিক্ষা বলতে বুঝায় সেই শিক্ষাকে যা গতানুগতিক পাঠ্য পুস্তকে সীমাবদ্ধ নয়। এই শিক্ষা শিক্ষার্থীকে নিয়মতান্ত্রিক শিক্ষা ব্যবস্থার বাইরেও অনেক কিছু দিয়ে থাকে। শারীরিক, মানসিক, আধ্যাত্নিক ও সামাজিক বিকাশের প্রতিটি দিকে সুষমভাবে বিকশিত হওয়াই প্রকৃত শিক্ষা। এই শিক্ষা  ছাত্র-ছাত্রীকে বর্তমান বিশ্বের সেবাকার্যের আনন্দ ও ভাবি বিশ্বের ব্যাপক সেবা কার্যের উচ্চতর আনন্দের জন্য প্রস্তুত করে।”  E.G. White, Ed. P. 13   . “শিক্ষার উদ্দেশ্য, শিক্ষার্থীর মধ্যে চিন্তা করার মনোভাব তৈরি করা ও সেই চিন্তার উপর কাজ করে যাওয়ার জন্য সুযোগ তৈরী করে দেওয়া। প্রতিফলক রূপে গড়ে তোলা নয় বরং তাদের নিজের চিন্তাকে সৃজনশীলতায় রূপ দিয়ে এক স্বতন্ত্র ব্যক্তিতে পরিণত করাই শিক্ষার উদ্দেশ্য। E.G. White, Ed. P. 17 “উপরের উদ্দেশ্যগুলো সম্মুখে রেখে DAPS প্রশাসন, ছাত্র-ছাত্রীদের সৎ, দেশের সাহায্যকারী এবং বিশ্বস্ত নাগরিক হিসেবে গড়ে তোলে।